ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৯:২৪:৩০ AM

পাসপোর্ট জটিলতায় দেড় লাখ প্রবাসী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
01-12-2024 11:21:05 AM
পাসপোর্ট জটিলতায় দেড় লাখ প্রবাসী

বাংলাদেশি কর্মীদের বড় তিনটি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। ছয় মাস অপেক্ষা করেও এই জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের। প্রবাসীরা বলছেন, বেশির ভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময়মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেপ্তার ও জরিমানা গোনার শঙ্কা রয়েছে।পাসপোর্ট না পেলে তাদের পাততাড়ি গুটিয়ে দেশে ফিরতে হবে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের তথ্য মতে, মালয়েশিয়ায় এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি প্রবাসী এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) নবায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২৮ হাজার কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে। বাকি ১৪ হাজারের বেশি পাসপোর্ট এখনো প্রক্রিয়াধীন রয়েছে।শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও একই পরিস্থিতি। সেখানকার দূতাবাসের কর্মকর্তারা বলছেন, এক লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৫ হাজারের বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে। কাতারে ১০ হাজার কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে।যাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো থেকে পাওয়া এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, সময়মতো পাসপোর্ট না পেলে তিন দেশের দেড় লাখের বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দূতাবাসগুলো বলছে, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপা হতে দেরি হচ্ছে। তবে এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।

ভোগান্তিতে মালয়েশিয়ার কর্মীরা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সরকার অনুমোদিত আউটসোর্সিং কম্পানি ইএসকেলকে পাসপোর্ট তৈরির কাজ হস্তান্তর করেন।খোঁজ নিয়ে জানা যায়, পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে গেছেন। অনেকে আবার অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে নতুন করে ই-পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে। এতেও সময়মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসীরা।এদিকে হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন, তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিংগিত জমা দিলে ই-পাসপোর্ট আবেদনের সুযোগ রয়েছে। তবে নাম আর বয়স নিয়ে জটিলতায় সংশোধনের আবেদন করতে পারছেন না অনেকে। এই জটিলতার দ্রুত সমাধানের আহবান জানিয়েছেন পাসপোর্ট সেবাপ্রত্যাশী মালয়েশিয়া প্রবাসীরা।

মালয়েশিয়া প্রবাসী হাকিম মায়েখ বলেন, ‘আমি ৩১ মে  পাসপোর্ট নবায়ন করতে দিয়েছি। জুলাইয়ে আমার পাসপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত আমি পাসপোর্ট হাতে পাইনি। কবে পাব জানি না। আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে আমার ভিসার মেয়াদ শেষ হবে। এর মধ্যে পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যাব।’

আরেক প্রবাসী সাইফুল ইসলাম বলেন, ‘৯ বছর ধরে মালয়েশিয়ায় আছি। কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। গত ১৯ আগস্ট পাসপোর্ট নবায়ন করতে দিয়েছি। আমাকে এখন ই-পাসপোর্ট করতে বলা হচ্ছে। কিন্তু আমার জাতীয় পরিচয়পত্রের নামের সমস্যা রয়েছে, যা এখন ঠিক করা সম্ভব নয়।’এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহ হীল মারুফ বলেন, ‘ঢাকার প্রিন্টিংয়ের সমস্যার কারণে এমআরপি পাসপোর্ট আটকে আছে। তবে ই-পাসপোর্ট চালু রয়েছে। অনলাইনে জন্মনিবন্ধন করলেই আমরা ই-পাসপোর্ট আবেদন করে দিচ্ছি। কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য রাজ্যে প্রতি শনি ও রবিবার আমাদের কনস্যুলেট টিম গিয়ে কর্মীদের পাসপোর্টের জন্য আবেদন ফরম পূরণ করে নিয়ে আসছে।’

সৌদি আরবেও একই সমস্যা

সৌদি আরবে প্রায় ৩০ লাখ প্রবাসী। বেশির ভাগই পাসপোর্ট নিয়ে দুর্ভোগে পড়েছেন। এতে অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন। পাঁচ-ছয় মাস ধরে এমআরপি পাসপোর্টের জটিলতায় কারো ইকামা ও কারো ভিসা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এতে অনেক সময় দেশে ঘুরে যাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রবাসী বলেন, ‘পাসপোর্ট নবায়ন করার জন্য দিয়েছি। কিন্তু পাঁচ থেকে ছয় মাস পরও পাসপোর্ট পাইনি। কবে পাব তাও জানতে পারছি না।’আরেক প্রবাসী হাসানুর রশিদ বলেন, ‘আমি  ১০ জুন পাসপোর্ট জমা দিয়েছি। ৮ অক্টোবর পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও নভেম্বর মাস শেষ। শুধু বলে পেয়ে যাবেন, একটু সময় লাগবে।’

নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ‘অনেক প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট হাতে না পেয়ে ইকামা নবায়ন করা সম্ভব হয়নি। তাদের ব্যাংক হিসাব জব্দ করে রাখা হয়েছে। এতে কর্মীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারছেন না।’তিনি বলেন, ‘অনলাইনে ই-পাসপোর্ট নিবন্ধন করা হচ্ছে। কিন্তু যত গ্রাহক নিবন্ধন করতে আসছেন, বেশির ভাগেরই তথ্যে মিল নেই। এ জন্য তারা ই-পাসপোর্ট করতে পারছেন না। বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নেয় যে প্রবাসীদের এমআরপির মতো ই-পাসপোর্ট দেবে, তবে প্রবাসীদের সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে।’

কাতারে চাকরি হারানোর শঙ্কা

পাসপোর্ট নবায়ন জটিলতায় কাতারে বর্তমানে ১০ হাজারের বেশি বাংলাদেশি চাকরি হারানোর শঙ্কায় আছেন। ভোগান্তি বাড়ছে রেসিডেন্সি নবায়নেও। দ্রুত সমস্যা সমাধান না হলে দেশে ফেরত আসা ছাড়া অন্য কোনো পথ থাকবে না বলে জানান তারা।

এ বিষয়ে কথা বলার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি মেসেজেরও উত্তর দেননি।