ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫,
সময়: ০৩:২৫:৪৪ PM

‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ উৎসব ১৩ মে,

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
18-04-2025 03:25:44 PM
‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ উৎসব ১৩ মে,

বিশিষ্ট চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী রচিত এবং স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান সূচীপত্র প্রকাশিত ‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ গ্রন্থের  প্রকাশনা উৎসব আগামী ১৩ মে, ২০২৩, শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে (২য় তলা) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেন (অব.)। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি আবদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন ।