ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫,
সময়: ০১:২২:১৬ AM

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-10-2024 11:32:17 AM
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের বাস-ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী লিংক রোডে রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি মো. নান্নু খান।তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে থানার ওসি মো. নান্নু খান জানান, বৃহস্পতিবার দিনগত রাতে মহাসড়কের কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হয়৷ এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর৷এদিকে সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।