ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫,
সময়: ০২:৫১:৩৩ AM

১২ বছর পর ভারতে পাক বিদেশমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক।। ঢাকাপ্রেস২৪.কম
08-07-2025 02:51:33 AM
১২ বছর পর ভারতে পাক বিদেশমন্ত্রী

কাশ্মীর নিয়ো টানাপড়েনের মধ্যেই ভারতে পা পাকিস্তানের বিদেশমন্ত্রীর। শাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজ়েশন আয়োজিত সম্মেলনকে কেন্দ্র করে গোয়ায় যে বৈঠক হতে চলেছে, সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন বেনজ়ির ভুট্টোর পুত্র বিলাবল জ়ারদারি ভুট্টো। আন্তর্জাতিক কূটনৈতিক স্তরের এই বৈঠকে পাকিস্তান ছাড়াও শামিল থাকবে চিন, রাশিয়া, সৌদি আরব এবং অবশ্যই ভারত। বৃহস্পতিবার গোয়ার ডাবলিন বিমানবন্দরে ইসলামাবাদ থেকে আগত ‘অতিথি’ বিলাবল জ়ারদারি ভুট্টোকে স্বাগত জানিয়েছেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সম্পাদক জেপি সিংহ। শুক্রবার সম্মেলন শুরুর আগে নমস্কারের ভঙ্গিতে বিলাবলকে স্বাগত জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।