ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ০১:৪৬:১০ PM

মণিরামপুরে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

যশোর থেকে সংবাদদাতা
27-06-2024 07:32:49 PM
মণিরামপুরে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা
মণিরামপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে স্বামীর আত্মহত্যা। বুধবার দিবাগত রাতে আনুমানিক ১২ টার দিকে মনিরামপুরের ১৬ নং নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে উজির আলী গাজী (৫০), দেন আলী গাজীর মেয়ে পারভীনা (৪০) কে জবাই করে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে স্বামী উজির আলী নিজে বাড়ি থেকে ২০০ গজ দূরে ঘাস বনের পাশে সাজনা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় বাড়ির  পাশে সজিনা গাছে পাওয়া গেছে। নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হান্নান এবং এএস আই শরিফুল ইসলামের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। স্ত্রী পারভীনা আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা নেহালপুরের ঝাউতলা নামক স্থানে প্রবাসী দেলোয়ার হোসেনের ঘর ভাড়া করে ৯ মাস যাবত বসবাস করতো। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়সূত্রে জানা গেছে।