ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ১০:৫৩:০৯ PM

বরিশালের জেলা প্রশাসকের মতবিনিময়

জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
19-09-2024 10:53:09 PM
বরিশালের জেলা প্রশাসকের মতবিনিময়

বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ছিন্নমূল অসহায় ভূমিহীন মানুষদের জন্য সরকারি ভাবে জমিসহ ঘর প্রদান করে ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দৃষ্টান্ত বিশ্বের অন্য কোন দেশে নেই। ২৬ এপ্রিল বুধবার বিকাল ৪টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার,

 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন, প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। মতবিনিময় সভা শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন এবং এর পূর্বে উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন তিনি।