ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪,
সময়: ০১:২৫:৪৮ AM

পুনরায় নিয়োগ পেলেন জাফর ওয়াজেদ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-05-2024 04:23:34 PM
পুনরায় নিয়োগ পেলেন  জাফর ওয়াজেদ

বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে পুনঃনিযুক্ত করেছে সরকার। জাফর ওয়াজেদ আগামী দুই বছরের জন্য এই পদে থাকবেন এই শর্তে যে তিনি অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সাথে পেশাগত সম্পর্ক ছিন্ন করবেন। মঙ্গলবার প্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগ সংক্রান্ত একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে তিনি যোগদানের দিন থেকে নিয়োগ কার্যকর হবে।২০১৯ সালের ২১ এপ্রিল তিনি পিআইবির দায়িত্ব গ্রহণ করেন। এরপর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। সাংবাদিকতায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ, তিনি ২০২০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন।