ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪,
সময়: ০১:০২:২৮ AM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধা

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
26-03-2024 05:04:58 PM
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধা

 মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব কমপ্লেক্সে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করে সংগঠনগুলো।সকালে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর একে একে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লি., বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।