ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫,
সময়: ০৭:২৪:৫৩ AM

মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়া !

স্টাফ রিপোর্টার
15-01-2025 07:24:53 AM
মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়া !

মুক্তিপাচ্ছে বেগম খালেদা জিয়া !  বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান  জানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি  ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা নিতে স্বারাষ্ট্র মন্ত্রীর বরাবরে চিঠি দেয়া হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর দুপুরে বেগম খালেদা জিয়ার  ছোট ভাই  শামীম ইস্কান্দার এ আবেদন করেন। বিএনপি দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এদিকে একটি বিশস্ত সুত্র দাবি করেছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এদেশে আর হচ্ছে না। তাই সরকারের প্রতি আস্থা রেখেই এ আবেদন।  

এদিকে  খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন কোন অবস্থায় আছে- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এটা দেখছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্যে পাঠানো হয়েছে। আমরা দেখছি। দেখা অবস্থায় আছে। এখনো পুরো আবেদন আমি দেখিনি। তবে, আমার মনে হয় যে চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানোর আবেদন।’তিনি বলেন, ‘অন্য কোনো আবেদন থাকার তো কথা না, তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে ৬ মাসের মেয়াদ বাড়ানো হয়েছে।’সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে কিছু জানাননি মন্ত্রী।