ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০১:৩৩:৪৩ PM

পল্টনের আরেক মামলায় জামিন ফখরুলের

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-09-2024 01:33:43 PM
পল্টনের আরেক মামলায় জামিন ফখরুলের

রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।  বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।এ নিয়ে মির্জা ফখরুল তার ১১ মামলার ১০টিতে জামিন পেলেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় হওয়া আরেকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেটিতে জামিন না পাওয়ায় এখনই ফখরুল মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।এর আগে গত ১০ জানুয়ারি রমনা ও পল্টন থানার নয় মামলায় ফখরুলকে জামিন দেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন ১০ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সহিংসতার পর দলের মহাসচিব মির্জা ফখরুলকে ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর রাত ৮টার দিকে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।