ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
সময়: ০৭:৫৬:১৩ PM

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক সিইসি'র

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
21-04-2025 07:56:13 PM
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক সিইসি'র

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের অনুরোধ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসি সূত্র জানিয়েছে, সাক্ষাতের জন্য সিইসিকে বেলা ১১টায় দেন রাষ্ট্রপতি। সে মোতাবেক ইসি সচিব মো. জাহাংগীর আলমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে যান সিইসি।ইতোমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবে কমিশন। রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।