ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ১০:২২:১২ PM

সিরাজগঞ্জ আ'লীগের শান্তি সমাবেশ

জেলা প্রতিনিধি
19-09-2024 10:22:12 PM
সিরাজগঞ্জ আ'লীগের শান্তি সমাবেশ

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে - দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নিসংযোগ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল)  দুপুরে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্মুখে আয়োজিত শান্তি সমাবেশের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।

 

 তিনি তার বক্তব্যে  বলেন, বঙ্গবন্ধু কন্যাপ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়ত রাষ্ট্রে পরিনত করতে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপি কথিত আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রবাকান্ড চালিয়ে, গুজব ছড়িয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আন্দোলনের নামে নৈরাজ্যে,  জ্বালাও পোড়াও ভাংচুর  করার চেষ্টা করে, জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করে  তাহলে রাজপথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বসে থাকবে না  তা কঠোর ভাবে  প্রতিহত করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে  ইনশাল্লাহ। 

 

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বেছিলেন  এবং স্বাগত  বক্তব্যে রাখেন  , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার। 

 এসময়ে শান্তি সমাবেশ   বক্তব্যে রাখেন , জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, আব্দুল বারী সেখ, বীর মুক্তিযোদ্ধা  ফিরোজ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ সরকার বদরুল আলম,যুগ্ম-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ পিয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা, কায়সার আহমেদ লিটন, বনপরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সিকদার, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজি সেলিনা পারভীন পান্না, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, জনসংখ্যা বিষয়ক সম্পাদক কল্পনা ইসলাম সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, সাধারণ সম্পাদক প্রকৌশলী  আব্দুল্লাহ বিন, জেলা আওয়ামী  যুব মহিলালীগের সভাপতি রুমানা রেশমা সহ জেলা আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ শান্তি সমাবেশের সঞ্চালক ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম. আহসান হাবীব এহসান । 

এসময়ে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল করে এসে শান্তি সমাবেশ উপস্থিত হয়।