ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫,
সময়: ০৭:২৬:২৯ PM

১৯ এএসপি বদলিতে ইসির সম্মতি

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
07-04-2025 07:26:29 PM
১৯ এএসপি বদলিতে ইসির সম্মতি

১৯ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলির প্রস্তাবে সম্মতি দিল নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১১ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সম্মতি দেয় সংস্থাটি।ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-কালে ১৯ পুলিশ পরিদর্শককে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগেই প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি  দিয়েছে।