ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
সময়: ১২:৫৭:৩২ AM

বিএনপি’র অবরোধ-হরতালে ২৬৬ অগ্নিসংযোগ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
21-04-2025 12:57:32 AM
 বিএনপি’র অবরোধ-হরতালে ২৬৬ অগ্নিসংযোগ

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও জামাতের ডাকা অবরোধে ২৪ ঘণ্টায় ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল ৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে আজ ৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ছয়টি, গাজীপুর দুইটি, চট্টগ্রামে তিনটি ও সিরাজগঞ্জে একটি করে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ছয়টি বাস, দুইটি কাভার্ডভ্যান, একটি ট্রাক ও তিনটি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন জনবল কাজ করে। এছাড়া ২৮ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২৬৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।