ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫,
সময়: ০৬:২৩:২৪ PM

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে তে বাসে আগুন

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
11-07-2025 06:23:24 PM
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে তে  বাসে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মহাসড়কের আবদুল্লাপুর ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।২৪ নভেম্বর শুক্রবার  দুপুর ১২টা ১৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিটে কেরানীগঞ্জের আবদুল্লাপুর ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে।সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।