ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১১:৪৮:২৬ PM

লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
05-04-2025 11:48:26 PM
লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিন দলের সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি দেন তিনি। এরই মধ্যে ওই চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।শুক্রবার (১৭ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে জবাব পৌঁছে দেন দলের কার্যনির্বাহী সদস্য ও গুলশান এলাকার সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।পরে গণমাধ্যমকে আরাফাত জানান, ডোনাল্ড লু’র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।তবে চিঠিতে কী ছিল, সে বিষয়ে কিছু বলেননি মোহাম্মদ আলী আরাফাত। পরবর্তীতে জানানো হবে বলে এড়িয়ে যান তিনি।এর আগের মার্কিন দূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠিটি পৌঁছে দেন। চিঠি গ্রহণ করে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, এ বিষয়ে দলের সভাপতির সঙ্গে কথা বলে জবাব দেবেন।