ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫,
সময়: ০৭:১৫:২৪ AM

রণক্ষেত্র কাকরাইল, মাঠে বিজিবি

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
11-07-2025 07:15:24 AM
রণক্ষেত্র কাকরাইল, মাঠে বিজিবি

রাজধানীর কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে।কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে কাকরাইল এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন সমাবেশের দিকে।এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর।সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।