ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫,
সময়: ১২:০৩:৫৭ AM

পূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই:ডিএমপি

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
06-04-2025 12:03:57 AM
পূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই:ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নির্বাচন সামনে রেখে শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা কেন্দ্রে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। কেবল সাতটি পূজা কেন্দ্রে ছাড়া বাকি সব কেন্দ্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মন্ডল, ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।