ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
সময়: ০৭:২৩:২৮ PM

গাজায় ১ লক্ষ ২৩ হাজার মানুষ গৃহহীন:জাতিসংঘ

ডেস্ক নিউজ।। দৈনিক সমবাংলা
19-04-2025 07:23:28 PM
গাজায় ১ লক্ষ ২৩ হাজার মানুষ গৃহহীন:জাতিসংঘ

ফিলিস্তিন যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১২৩,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানায়, এ সংঘাতে ‘গাজায় অভ্যন্তরীণভাবে ১২৩,৫৩৮ জন বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশিরভাগই প্রাণভয়ে এবং সুরক্ষা উদ্বেগজনিত কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। আবার এদের মধ্যে অনেকের ঘরবাড়ি ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গেছে।’তারা আরো জানায়, সেখানে ৭৩,০০০ এরও বেশি মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।