ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১২:৫২:৫৩ PM

কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বাগেরহাট;জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম
05-04-2025 12:52:53 PM
কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিস অডিটরিয়ামে ক্লাইমেট স্মার্ট-প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (সি.সি.এ.পি) প্রকল্পের আওতায় এই কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলামের, অতিরিক্ত উপ-পরিচালক হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান ।

 

বক্তারা বলেন, সরকার কৃষি যান্ত্রিকি করনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষিতে যন্ত্রের ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমিয়ে বেশি লাভবান হওয়া সম্ভব হবে। 

 

 ফকিরহাট উপজেলার ৮ ইউনিয়নে কৃষকদের মাঝে ৪০টি ফুট পাম্প এবং ৮টি গার্ডেন টিলার বিতরণ করা হয়।