ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০৮:৪৯:৪৮ AM

তত্ত্ববোধক সরকার মানতে ভয় কেন: চরমোনাই

কেরাণীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ
21-09-2024 08:49:48 AM
তত্ত্ববোধক সরকার মানতে ভয় কেন: চরমোনাই

১৬ ই আগস্ট বুধবার  ইসলামী আন্দোলন ঢাকা জেলা আয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারি অধিনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে  বিশাল সমাবেশে আয়োজন করে ঢাকা জেলা ইসলামী আন্দোলন।প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই  রেজাউল করীম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  উদ্দেশ্য করে বলেন, আপনি যদি দেশে এত উন্নয়ন করে থাকেন তাহলে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে আপনার এত ভয় কেন। সংবিধানের দোহাই দিয়ে এদেশের গণমানুষের এবং সব বিরোধী রাজনীতির দলের একমাত্র চাওয়া তত্ত্ববোধক সরকারের দাবিকে উপেক্ষা করে  চলেছেন। কিন্তু আপনি এক সময় তত্ত্ববোধক সরকারের জন্য বিএনপির মানুষকে হত্যা করেছিলেন। সেই ইতিহাস কিন্তু মানুষ ভুলে যায়নি। 

তিনি আরো বলেন, আপনারা গুম খুনের রাজনীতি করেছেন। এতে অনেকে বাবা হারা, অনেকে বিধবা করেছেন। এটা একটি কুরাজনীতি। বর্তমানে দ্রব্যমূলের মানুষের ক্ষমতার বাহিরে। কোন বাক স্বাধীনতা নেই। আপনাদের জুলুমের শেষ আছে। এমন এক সময় আসবে আপনার ধ্বংস হয়ে যাবেন। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন দেশকে রক্ষার জন্য আপনাদের ডাক আসলে আপনারা একত্রিত হবেন।  ইসলামী আন্দোলনের সাথে থাকলে দুনিয়াতে শান্তি পাবেন এবং আখিরাতও পাবেন।

ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিতে এই সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, ইসলামী  আন্দোলনের যুগ্ম মহাসচিব আতাউর রহমান, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা মোঃ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক  কেএম আতাউর রহমান, ঢাকা বিভাগ ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বিলায়েত হোসেন, ইসলামী আন্দোলন ঢাকা জেলার দক্ষিণের সহ সভাপতি আলহাজ্ব  সুলতান আহমেদ খান, কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব  মোঃ আবু হানিফ মেম্বার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ঢাকা জেলা ইসলামী আন্দোলনের ঢাকা জেলার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।