ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৯:৪২:৫০ AM

মেহেরপুরে জনতা ব্যাংক শাখা উদ্বোধন

মো: মনিরুল ইসলাম,মেহেরপুর জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
27-12-2024 09:42:50 AM
মেহেরপুরে জনতা ব্যাংক শাখা উদ্বোধন

মেহেরপুর মুজিবনগরে জনতা ব্যাংকের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ৯২৬তম শাখার উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জনতা ব্যাংকের এমডি ও সিইও আব্দুল জব্বার। অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান,পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, খুলনা জোনের জি এম অরুন প্রকাশ বিশ্বাস,রাজশাহী জোনের জিএম আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা এরিয়া অফিসের নবাগত এজিএম শহিদুল ইসলাম, মেহেরপুর শাখা ব্যবস্থাপক আনোয়ারুল কাদির, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড.ইব্রাহিম শাহিন ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। চুয়াডাঙ্গা এরিয়া অফিসের এজিএম আলমগীর হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুজিবনগর শাখার ব্যবস্থাপক রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রিন্সিপাল অফিসার হুমায়ন কবীর। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এরিয়া অধিনস্থ বিভিন্ন শাখার ব্যবস্থাপক,কর্মরত কর্মকর্তা/কর্মচারী সহ ভুক্তভোগী ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।