নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান। সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, সোমবার এই আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু শেষ সময় বিকেল ৪টা পর্যন্ত আর কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেননি।তিনি আরও বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন নির্ধারিত আছে। এদিন সাজ্জাদুল হাসানের মনোনয়ন বৈধতা পেলে আর কোনো প্রার্থী না থাকায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করে।তফসিল অনুযায়ী, মঙ্গলবার এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। বাছাইয়ে সাজ্জাদুল হাসানের মনোনয়ন বৈধতা পেলে আর কোনো প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তাকে এমপি ঘোষণা করা হবে। এদিকে, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।